‘অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে’
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপক্ষীয় প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বৈশ্বিক সমস্যা সমাধানে সংঘাত নয়, সহযোগিতার ওপর নির্ভর করতে হবে।
বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন প্রোগ্রামে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, ‘বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এ সময় তিনি দেশের যে কোনো বিপর্যয় থেকে শুরু করে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রসংশা করেন। এই অর্জন অব্যাহত রাখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা।
এ সময় সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৪ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৪ এ অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান তিনি।
দেশ-বিদেশের এনডিসি গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে সরকার প্রধান বলেন, ‘নাগরিক কল্যাণে এটি আপনাদের অবিচল আত্মোৎসর্গের বহিঃপ্রকাশ।’
এনডিসির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে জ্ঞানের সঠিক প্রয়োগ করে আপনারা এনডিসির মূলমন্ত্র, নিরাপত্তা সমুন্নত রাখবেন।
কোর্সের আন্তর্জাতিক গ্র্যাজুয়েটদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা নিজ নিজ দেশে এবং দেশের বাইরেও বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি।’