দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধানবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসচালক ও ট্রাকচালকসহ বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় আরও ১৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঠাকুরগাঁও দশ মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।