জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা থাকবে আরো ৭ দিন

জেঁকে বসেছে শীত, ঘন কুয়াশা থাকবে আরো ৭ দিন

পৌষ মাস না আসতেই রাজধানী ঢাকাসহ সারাদেশে জেঁকে বসেছে শীত। ঢাকায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও উত্তরাঞ্চলসহ সারাদেশেই ৯ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ওঠা-নামা করছে। শুক্রবার চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

আবহাওয়া অধিদফতর বলছে, দু-এক দিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। এ ছাড়া ঘন কুয়াশা থাকবে আরও অন্তত এক সপ্তাহ।

উত্তরাঞ্চলসহ সারাদেশেই দিনের বড় অংশ কুয়াশায় ঢাকা থাকছে। দুপুরের দিকে হালকা রোদ উঠলেও বিকেল হতে না হতেই আবার কুয়াশায় ঢেকে যায় প্রকৃতি। সন্ধ্যায় বাড়ে ঠান্ডা বাতাস। বিরূপ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু, সরিষা, বোরো বীজতলাসহ শাক-সবজির আবাদ।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, আগামী ১৬ তারিখ থেকে কুয়াশা আরো বাড়বে, থাকবে অন্তত এক সপ্তাহ। দু-একদিনের মধ্যেই বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। এ কয়দিন সূর্যের দেখা পেতে পেতে দুপুর হবে।

শীত বাড়তে থাকায় ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সকাল সকাল ঘর থেকে বের হওয়া ও কাজ পাওয়া কষ্টকর হয়ে গেছে অনেকের জন্য।

স্থানীয় এক অটোরিকশা বলেন, এই শীতে অটোরিকশা নিয়ে বেড়ে হতে হচ্ছে সংসার চালানোর জন্য। কোনোরকমে অটোরিকশা নিয়ে বের হলেও যাত্রী পাওয়া যাচ্ছে না।