বিজয় দিবসে মোদির পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা

বিজয় দিবসে মোদির পোস্টের প্রতিক্রিয়া জানাবে ঢাকা

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৬ ডিসেম্বর বিজয় দিবস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট দিয়েছেন, তার প্রতিক্রিয়া জানাবে ঢাকা।

মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় নরেন্দ্র মোদির পোস্ট নিয়ে আইন উপদেষ্টার মন্তব্যকে ব্যক্তিগত বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, বিজয় দিবস উপলক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাইনেম আমাকে অভিনন্দন জানিয়েছেন। আর উনি (নরেন্দ্র মোদি) তার মতো করে একটা জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সচেষ্ট বাংলাদেশ। আগামীকাল বুধবার (১৮ ডিসেম্বর) মিয়ানমার ইস্যুতে আলোচনা করতে থাইল্যান্ডে যাচ্ছি। এ সময় ডি-৮ সম্মেলনে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হবে।

সেন্টমার্টিন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমারে যুদ্ধাবস্থা চলার কারণে সাময়িক সেন্টমার্টিনে যাওয়া-আসার রুট বদল হচ্ছে। পরবর্তীতে বিষয়টি ঠিক হয়ে যাবে।

ডি-৮ সম্মেলনে প্রধান উপদেষ্টার যোগ দেওয়া নিয়ে তিনি বলেন, ডি-৮ সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন। ডি-৮ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ দেশ এর সদস্য। সম্মেলনের সাইড লাইনে কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ।

কোন কোন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক হবে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এটি এখনো চূড়ান্ত হয়নি। এগুলো শেষ মুহূর্তে ঠিক হয়। তবে কিছু দ্বিপক্ষীয় বৈঠক অবশ্যই হবে।