আন্দোলনে অংশ নেওয়া তিনজনকে হত্যা : বিচার চাইলেন ফখরুল
জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ঢাকার দুই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজনকে হত্যার ঘটনাটি উল্লেখ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই তিনজনের ফটোকার্ড শেয়ার করে এ আহ্বান জানান মির্জা ফখরুল।
সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত হন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী তাজবির হোসেন শিহান ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত। তারা দুজনই বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন।
চট্টগ্রামে মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয়ভাবে অংশ নেওয়া জসিম উদ্দিন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে চট্টগ্রামের বন্দর থানাধীন আনন্দবাজার সিটি কর্পোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
এ প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, সরকারকে দেশে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে। এসব হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে এবং বিচার করতে হবে।