ডাম্প ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
কক্সবাজারের পেকুয়া উপজেলায় ডাম্প ট্রাকের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক শিশু। তার অবস্থাও গুরুতর।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার চালক পেকুয়ার ধনিয়াকাটার ছৈয়দ আলমের ছেলে মনিরুল মান্নান, চট্টগ্রামের হাটহাজারী এলাকার ফিরোজ ও তার স্ত্রী শারমিন। নিহত অপরজনের নাপরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত শিশুটি নিহত ফিরোজের সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পেকুয়া থেকে চট্টগ্রামমুখী একটি সিএনজিচালিত অটোরিকশা আঞ্চলিক মহাসড়কের হাজিবাজার স্টেশনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আশপাশের লোকজন অটোরিকশার পাঁচ যাত্রীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা সংলগ্ন হাজিবাজার এলাকায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত এবং এক শিশু আহত হয়।
দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি পুলিশ হেফাজতে নিলেও এর চালক ও সহকারীকে ধরতে পারেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।