আবার আঁকা হল ‘ঘৃণার প্রতীক’ হাসিনার সেই ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রোরেলের পিলারে পতিত শাসক শেখ হাসিনার মুছে ফেলা গ্রাফিতি আবারো আঁকা হয়েছে।

রবিবার রাত ১টায় গ্রাফিতি আঁকা শুরু হয়, চলে সোমবার সকাল পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই আঁকার কাজে অংশ নেন।

বিগত সরকারের সময়ে আওয়ামী লীগের প্রচারের অংশ হিসেবে মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার ওই ছবি আঁকা হয়েছিল। গণঅভ্যুত্থানের মুখে গত ৫ অগাস্টে সরকার পতনের পর শেখ হাসিনার ওই ছবিতে লাল রঙের ছোপ দিয়ে তাতে জুতার মালা পরিয়ে দেওয়া হয়। ছবিটি জনতার ক্ষোভ ও ঘৃণার প্রতীক হয়ে ওঠে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে শনিবার ছবিটি মুছে ফেলা হলে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। একদল শিক্ষার্থী সেখানে শেখ হাসিনার একটি ব্যাঙ্গচিত্র আঁকেন। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের দাবি ছিল, আগের রূপেই আঁকতে হবে শেখ হাসিনার ছবি।

নতুন করে গ্রাফিতিটি আঁকেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শিমুল কুম্ভকার, চারুকলা অনুষদের ছাত্র ইউনিয়নের সদস্য মৃধা রাইয়ান, ছাত্র ফেডারেশনের সাবেক প্রচার সম্পাদক মমিন মুক্তার সবুজ।