আজও কুয়াশার চাদরে ঢাকা, শীতে জবুথবু নগরবাসী

আজও কুয়াশার চাদরে ঢাকা, শীতে জবুথবু নগরবাসী

সারাদেশের মতো রাজধানীতেও শীতের প্রকোপ বেড়েছে। বৃহস্পতিবারের মতো শুক্রবারও ভোর থেকে নগরীর বিভিন্ন স্থান ঘন কুয়াশায় আচ্ছন্ন। তীব্র শীত থেকে বাঁচতে সকালে ভারী শীতবস্ত্র পরেই কর্মস্থলমুখী হয়েছেন নগরবাসী।

বৃহস্পতিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন। অন্যদিকে শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশকি ৫ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

আবহাওয়া অফিস জানিয়েছিল, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ সেলসিয়াস কমতে পারে। এ সময় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদবলেন, এখন যে কুয়াশা আসছে এটা ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তরাঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

পূর্বাভাসে জানানো হয়, শনিবারও সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিবাভাগে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।