চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ভুক্তভোগীর স্বজনদের শাহবাগ ‘ব্লকেড’

পিলখানা হত্যাকাণ্ডে হওয়া মামলায় দণ্ডিত বিডিআর সদস্যদের কারামুক্তি, মামলার পুনঃতদন্ত, ন্যায়বিচার নিশ্চিত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শাহবাগ ‘ব্লকেড’ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনেরা এই ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন।

আজ বেলা ১টা ৩০ মিনিটের দিকে শাহবাগ ‘ব্লকেড’ করা হয়। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগ মোড়-সংশ্লিষ্ট বিভিন্ন সড়কে তৈরি হয় তীব্র যানজট।

চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দিদের স্বজনরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরার সুযোগ চাইছেন।