নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩১৬২ কোটি টাকা লেনদেন
দুর্নীতির অভিযোগে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এই তথ্য জানানো হয়।
দুদকের মহাপরিচালক আখতার হোসেন (প্রতিরোধ) সাংবাদিকদের বলেন, তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে কমিশন।
তাদের বিরুদ্ধে ৩ হাজার ১৬২ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং ১৯ কোটি ২৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।