চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের ছোড়া গুলিতে সহিদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সহিদুল ইসলাম (২৫) ওই উপজেলার বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, শুক্রবার রাত ২টার দিকে সহিদুল ইসলামসহ ছয়জন আজমতপুর সীমান্তের ১৮২ নম্বর সীমান্ত পিলার থেকে ভারতের প্রায় ১৩০ গজ অভ্যন্তরে ঢুকলে ভারতের শ্বশানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি ছুঁড়লে সহিদুল আহত হন।
এ সময় তার সঙ্গে থাকা অপর সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।
এরপর আহত সহিদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। সহিদুলসহ ওই ছয় জন চোরাচালানের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হবে বলে জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।