১৭ বছর পর মুক্ত বাবর

দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

বৃহস্পতিরবর (১৬ জানুয়ারি) কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুপুর ২টার দিকে তিনি বের হলে জেলগেটে বিএনপির নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

জেলার বশির উদ্দিন বলেন, দুপুর ২টার দিকে বাবর কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারারাগার থেকে বের হন।

বাবর প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং পরে পল্টনে বিএনপির কার্যালযয়ে যাবেন। এরপর তিনি নেত্রকোনায় পৈতৃক বাড়িতে যাবেন।

এর আগে বুধবার (১৫ জানুয়ারি) হাইকোর্ট থেকে ১০ ট্রাক অস্ত্র আইনের মামলায় লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজন খালাস পেয়েছেন।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরীন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত বছরের ১৮ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় লুৎফুজ্জামান বাবরসহ ছয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের জেটিতে অভিযান চালিয়ে ১০ ট্রাক অস্ত্র জব্দ করা হয়।

এ ঘটনায় পরদিন কর্ণফুলী থানায় অস্ত্র মামলায় ৫০ জন ও অন্যটিতে ৫২ জনের নাম উল্লেখ করে অস্ত্র আইনে দুটি ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের করা হয়।

২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান বিশেষ ক্ষমতা আইনে বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেন।

অস্ত্র মামলার দুই ধারায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল।