কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত ভবনের বিপরীত পাশে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার একটি মেহগনি গাছের সঙ্গে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। 

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার নাম কিংবা পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের ধারণা, ওই ব্যক্তি ভবঘুরে, তার বয়স ৪৫ বছরের মতো হবে। 

এটা আত্মহত্যার ঘটনা হতে পারে বলে তারা মনে করেন। শাহবাগ থানার অফিসার ইনচার্জ খালিদ মানসুর বলেন, দমকল বাহিনীর সহায়তায় আমরা মরদেহ নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

মৃত ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ না জানিয়ে পুলিশ বলছে, এই ব্যক্তি বাইরে থেকে এখানে এসেছেন।

শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) শেখ হাদিউজ্জামান বলেন, সকাল পৌনে ৯টায় আমরা খবর পাই যে,  ঢাবির গণতি ভবনের বিপরীত পাশের একটি মেহগনি গাছে মরদেহটি ঝুলন্ত অবস্থায় আছে। আমরা তাৎক্ষণিক সেখানে গিয়ে সেটি নামিয়ে আনি। পরে আইনি প্রক্রিয়া শেষ করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠিয়েছি।

‘তবে স্থানীয় লোকজন বলছেন যে মৃত ব্যক্তি ভবঘুরে ছিলেন। আশপাশের ফুটপাতে থাকতেন, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন,’ বলেন এই এসআই।

তিনি জানান, মঙ্গলবার রাতের কোনো একসময় গাছে ওঠে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।