সাভারে বেক্সিমকো শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ৩ গাড়িতে আগুন

বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেছে বেক্সিমকো গ্রুপের আন্দোলনরত শ্রমিকরা। বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৪টার দিকে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।

এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) শ্রমিকদের এক সমাবেশে বুধবার বিকাল ৩টার মধ্যে বন্ধ কারখানা খুলে দেওয়া ও ব্যাংকিং সুবিধাসহ অন্যান্য সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার আল্টিমেটাম দেওয়া দেন শ্রমিকনেতারা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না পেয়ে বেক্সিমকো গ্রুপের প্রায় ৪০ হাজার শ্রমিক সড়ক অবরোধ করে।

এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেন তারা। একপর্যায়ে আশুলিয়ার মোজার মিল এলাকায় ২টি বাস ও ১টি ট্রাকে আগুন দেয় তারা। এ সময় একাধিক যানবাহনে ভাঙচুর ও সংবাদকর্মীদের ওপর হামলা করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী বলেছেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি কিছুটা শান্ত আছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।