৭ দিনের জন্য তিতুমীরের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
সরকার সমস্যা সমাধানের আশ্বাস দেওয়ার পর এক সপ্তাহের জন্য আন্দোলন স্থগিত করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে শিক্ষার্থী ও শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলের বৈঠকের পর গত কয়েকদিন ধরে ঢাকার কার্যক্রম বিঘ্নিত করে চলা ধর্মঘট প্রত্যাহারের এ সিদ্ধান্ত আসে।
বৈঠক শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন তিতুমীর কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ।
তবে নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে তারা আবারও রাস্তায় নামবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
এর আগে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সোমবার রাতে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ ৬ দফা দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন কলেজটির শিক্ষার্থীরা।
রবিবার (৩ ফেব্রুয়ারি) তারা কলেজের সামনের মহাখালী ও গুলশান লিংক রোড অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় এবং ঢাকায় রেললাইনে ব্যারিকেড দেয়, এতে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিঘ্নিত হয়।
দাবি আদায়ে আমরণ অনশনও কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের কেউ কেউ।