কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসা ভাঙচুর ও আগুন
কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসা ভাঙচুর করা হয়েছে। এ সময়ে তার বাসার সামনে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে সাধারণ ছাত্র-জনতা জেলা শহরের খরমপট্টি এলাকায় এমন ঘটনা ঘটেছে।
এ সময়ে তার বাসা ভাঙচুর করে মালামাল নিয়ে যাওয়া হয়েছে। পরে বাসার সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে। এরআগে সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা।
তবে এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সামনে যাতে পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।