ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশিত হবে আজ

ক্ষমতা গ্রহণের পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার কমিশন গঠন করেছে, সেগুলোর ছয়টির পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি)।

গত চৌঠা ফেব্রুয়ারি আইন উপদেষ্টা আসিফ নজরুল এ ঘোষণা দিয়েছিলেন।

তিনি তখন জানান, "রাষ্ট্র সংস্কারে আশু করণীয়, মধ্য মেয়াদি বা ভবিষ্যতে নির্বাচিত সরকার কী করতে পারে, সেটার সর্বসম্মত সুপারিশমালা" পেশ করা হবে এসব প্রতিবেদনে।

উল্লেখ্য, বিভিন্ন খাতে সংস্কারের জন্য মোট ১১টি সংস্কার কমিশন গঠন করেছে সরকার।