ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ বিএনপির
ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার গুলি, নির্যাতন ও গণহত্যা চালানো হয়েছে উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দায়ের করা হয়। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ‘মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষক’ সমন্বয়ক মো. সালাহ উদ্দিন খান এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অতি উৎসাহী সদস্য, আওয়ামী লীগ, যু্বলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের সদস্যরা গুলি চালিয়ে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিএনপির মোট ৮৪৮ জনকে নির্মমভাবে হত্যা করেছে। বিএনপির মত একটি বড় রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন ও ধ্বংস করার জন্য এই জঘন্য গণহত্যা চালানো হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।
দাখিল করা অভিযোগের সাথে গণআন্দোলনে শহিদ ৮৪০ জনের তালিকা, ৮৪টি মামলার এজাহারের অনুলিপি যুক্ত করে দেওয়া হয়েছে।