অপারেশন ডেভিল হান্টে আরও ৫৬৬ জন গ্রেপ্তার

অপরাধীদের গ্রেপ্তারে সারাদেশে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর পঞ্চম দিনে আরো ৫৬৬ জন গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, এই সময়ের মাঝে অন্যান্য মামলায় আরও এক হাজার ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ২৪ ঘণ্টার মাঝে অপারেশন ডেভিল হান্টে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, আর কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানানো হয়েছে।

গত শুক্রবার রাতে গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহত হন।

তাতে উত্তপ্ত হয়ে উঠে রাজনৈতিক পরিস্থিতিও। ওই ঘটনার পর পরদিন শনিবার রাত থেকেই সারা দেশে যৌথ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট' শুরুর ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সেনা, বিমান ও নৌবাহিনী ছাড়াও পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড সদস্যদের সমন্বয়ে এ অভিযান চালানো হচ্ছে।