১৭ বছর পর ২৭তম বিসিএসের ১১৩৭ জনকে চাকরিতে নিয়োগের নির্দেশ
১৭ বছরের আইনি লড়াই শেষে চাকরিতে নিয়োগের সুযোগ পাচ্ছেন ২৭তম বিসিএসের এক হাজার ১৩৭ জন।
আজ ২০শে ফেব্রুয়ারি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ নির্দেশ দেন।
গতকাল বুধবার ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত এক হাজার ১৩৭ জনের চাকরি ফেরত চেয়ে আপিল শুনানি শেষ করে রায়ের জন্যে আজকের দিন ধার্য করেন আদালত।
উল্লেখ্য, ২০০৭ সালে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় তিন হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। পরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্ত নেন।
পরে ওই বছরের ২৯ জুলাই দ্বিতীয় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০০৮ সালে দ্বিতীয় মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ তিন হাজার ২২৯ জনকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়। পরে দ্বিতীয় মৌখিক পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে মামলা হয়।
২০১০ সালের ১১ই জুলাই ২৭তম বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে ও কিছু পর্যবেক্ষণ দিয়ে রায় দেয় আপিল বিভাগ। পরে রায় পুনর্বিবেচনার আবেদন করেন নিয়োগ বঞ্চিতরা।