আরো ১৭৫২ জন গ্রেপ্তার
সেনাবাহিনী, পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৭৫২ জনকে গ্রেপ্তার করার তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর মধ্যে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটই ফেব্রুয়ারি শুরু হওয়ার পর থেকে গত ১৩ দিনে এ নিয়ে প্রায় সাড়ে ছয় হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে ডেভিল হান্টে।
মন্ত্রণালয় থেকে পাঠানো তথ্যে আরো জানানো হয়, অন্যান্য মামলা ও ওয়ারেন্ট অনুসারে ১২৬০ জনকে গতদিন গ্রেপ্তার করা হয়েছে।