ফ্যাসিজম আবার জেগে উঠলে চেতনা হবে একুশ: রিজভী

‘আবার যদি দেশে ফ্যাসিজমের উত্থান হয়-একুশের চেতনাই তা রুখবে’ বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের কাছে এই প্রত্যায় ব্যক্ত করেন তিনি।

রিজভী বলেন, ‘একুশে ফেব্রুয়ারির চেতনা কোনোদিন ম্লান হবে না। যদি আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিকটেটরের উত্থান ঘটে একুশে ফেব্রুয়ারি আমাদের দামাল ছেলেদের, এদেশের জনগনকে রাজপথে লড়াইয়ে নামতে উদ্বুদ্ধ করবে।’

স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধে ৫২ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে মন্তব্য করে বিএনপির মুখপাত্র বলেন, ‘একুশের প্রেরণাতে আমরা দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছি। অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে, ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। তাদের রক্তাক্ত পথ পেরিয়ে চূড়ান্ত আন্দোলন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ভয়ংকর নিপীড়ক, রক্তপিপাসু স্বৈরাচার ও ভয়ংকর দুর্নীতিবাজ সরকার পালাতে বাধ্য হয়েছে।’

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা মন্তব্য করে রিজভীর দাবি, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে হবে।

এ ছাড়া খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে ফেসবুকে দেওয়া তথ্য সঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের কিছু নেতা ফেসবুকে লিখছেন, আগামি নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন; বেগম খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি। তবে এটা বিএনপির অবস্থান নয়।’

এর আগে ভোর সাড়ে ৬টার দিকে রিজভীর নেতৃত্বে রাজধানীর নিউ মার্কেট এলাকায় বলাকা সিনেমা হলের সামনে থেকে বিএনপির নেতাকর্মীদের নিয়ে একটি প্রভাতফেরি আজিমপুর কবরস্থানে যায়।

সেখানে ভাষা শহিদের কবরে পুস্পমালা অর্পণ ও সুরা ফাতেহা পাঠ করে কেন্দ্রীয় শহিদ মিনারে আসে এই প্রভাতফেরি।এ সময় সংগঠনটি নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ করতে দেখা যায়।

এরপর রিজভীর নেতৃত্বে শহিদ মিনারের বেদীতে শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন বিএনপির নেতাকর্মীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, মীর সরাফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, উত্তরের আহ্বায়ক আমিনুল হক, বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইশরাক হোসেন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে একুশের প্রথম প্রহরে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে শহিদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।