একুশে টিভির অফিস ভাঙচুরের হুমকি জামায়াত কর্মীর

সংগৃহীত ছবি

বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের অফিস ভাঙচুরের হুমকি দিয়েছেন ঢাকা মহানগর জামায়াতের ইসলামীর এক কর্মী।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাজধানীর তেঁজগাও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন একুশে টেলিভিশনের নিরাপত্তাপ্রধান আল আমীন। জিডিতে তিনি একুশে টেলিভিশনের নিরাপত্তা ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জিডি সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টায় মান্ডা প্রিন মডেল টাউন অডিটরিয়ামে জামায়াতে ইসলামীর অনুষ্ঠানে যান একুশে টেলিভিশনের সাংবাদিক মোহাম্মদ রুমি হাসান তালুকদার। সেখানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর প্রচার সহকারী সাইফুল ইসলাম মিঠুর সঙ্গে রুমি হাসানের কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির পরিপ্রেক্ষিতে মিঠু একুশে টেলিভিশনের একাধিক কর্মীর মোবাইল ফোনে ক্ষুদে বার্তা দিয়ে রুমি হাসানকে চাকুরিচ্যুত করার দাবি জানান। অন্যথায়, একুশে টেলিভিশনে হামলা করে ভাঙচুর চালানো হবে বলে হুমকি দেন তিনি।

থানায় দেওয়া অভিযোগে একুশে টেলিভিশনের নিরাপত্তাপ্রধান আল আমীন জানান, মিঠুর হুমকির পরিপ্রেক্ষিতে রুমি হাসানসহ একুশে টেলিভিশনের কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় তদন্ত সাপেক্ষে মিঠুকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দ্য মিরর এশিয়াকে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, ‘মিঠু জামায়াতের কোনো নেতা নন। তিনি আমাদের প্রচার বিভাগের একজন স্টাফ।’