আওয়ামী দোসররা টাকা দিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, সন্ত্রাসীরা কোথাও ছাড় পাবে না। তাদের ঘুম হারাম করে দেব।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রবিবার দিবাগত মধ্যরাত ৩টায় জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

তিনি বলেন, ‘কাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী টহল বাড়াবে।’

তিনি আরো বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ভালোভাবে কাজ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। অবনতি হওয়ার সুযোগ নেই।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আওয়ামী দোসরদের ছাড় দেব না। তাদের কাছে প্রচুর টাকা আছে। তা দিয়ে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।’

তিনি এ-ও বলেন, ‘আইনশৃঙ্খলা ভালোর দিকে যাবে। অতীতের চেয়ে এখন আইনশৃঙ্খলা ভালো। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার করা হচ্ছে। মা-বোনদের ভয়ের কারণ নেই। আইনশৃঙ্খলা বাহিনী সোচ্চার আছে।’