কক্সবাজারে বিমানবাহিনীর সদস্য ও স্থানীয়দের সংঘর্ষ

কক্সবাজারের বিমানবাহিনীর ঘাটি সংলগ্ন সমিতি পাড়ায় বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

যদিও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ বিমানবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।’

তবে স্থানীয় সূত্র জানিয়েছে, বিমানবাহিনীর ঘাটির পাশে সমিতি পাড়ার আশপাশে বেশকিছু জায়গা বিমানবাহিনীকে বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু এসব জায়গায় মহেশখালী, কুতুবদিয়াসহ বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার মানুষ বসবাস করেন।

আজ সোমবার সকাল ১০টার দিকে বিমানবাহিনীর সদস্যরা ওই জায়গার নিয়ন্ত্রণ নিতে গেলে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, সংঘর্ষের সময় স্থানীয়রা ইটপাটকেল ছুড়ে মারছে, অন্যদিকে বিমানবাহিনীর সদস্যরাও গুলি করছেন।