কক্সবাজারে বিমান ঘাঁটির কাছে সংঘর্ষ, গুলিতে নিহত ১
কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির কাছে সমিতি পাড়ায় দুর্বৃত্তদের হামলায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) এই হামলার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকবার গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। এতে শিহাব কবির নাহিদ (৩০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
নিহত শিহাব কবির নাহিদ পিটিআইয়ের সাবেক পুলিশ সুপার নাসির উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক আহসান হাবিব পলাশ।
এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সোমবার বিমান বাহিনীর ঘাঁটিতে 'অতর্কিত হামলা' চালায় কিছু দুর্বৃত্ত।
বাংলাদেশ বিমান বাহিনী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও আইএসপিআর জানায়।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, গুলিবিদ্ধ এক ব্যক্তিকে সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও পাঁচজন।
কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।