৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণের খবর সঠিক নয় : সিএ প্রেস উইং
বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে ‘গত ৬৫ ঘণ্টায় ৭২ ধর্ষণ’ শিরোনামে প্রকাশিত খবরটি সঠিক নয় বলে জানিয়েছে সিএ প্রেস উইং ফ্যাক্টস।
আজ সোমবার বিকেলে সিএ প্রেস উইং ফ্যাক্টসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
সিএ প্রেস উইং ফ্যাক্টস জানিয়েছে, আজ বিকেল সাড়ে ৩টার দিকে প্রকাশিত ওই খবরটিতে একটি ফেসবুক পোস্টকে সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ওই ফেসবুক পোস্টে দীর্ঘ দিনের পুরনো খবরের বিভিন্ন স্ক্রিনশট দিয়ে ঘটনাগুলো ৬৫ ঘণ্টার বলে দাবি করা হয়েছে, যা সত্য নয়।
ধর্ষণের মতো মারাত্মক অপরাধ নিয়ে অতিরঞ্জিত তথ্য, মিথ্যা পরিসংখ্যান প্রচার করা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত; এটি জনমনে বিভ্রান্তির উদ্রেক ঘটায়। দেশে সংগঠিত প্রতিটি ধর্ষণের ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলেও জানানো হয়েছে।