৪ মহাসড়ক ও ৮ সেতুর নাম পরিবর্তন
সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় থাকা ৪টি মহাসড়ক ও ৮টি সেতুর নাম পরিবর্তন করেছে সরকার। যার সবকটিই শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে নামকরণ করা হয়েছিল।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে নামে ঢাকা-মাওয়া মহাসড়কের নাম পরিবর্তন করে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে করা হয়েছে।
অন্যদিকে সিলেটের শেখ মুজিবুর রহমান মহাসড়কের নাম পরিবর্তন করে বিমানবন্দর বাইপাস
ইন্টারসেকশন-লালবাগ-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়ক করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, মাদারীপুর থেকে শরীয়তপুর পর্যন্ত শেখ হাসিনা মহাসড়কের নামকরণ করা হয়েছে ‘কাজিরটেক সেতু-শরীয়তপুর মহাসড়ক’, শেখ হাসিনা সরণির নামকরণ করা হয়েছে বড়তাকিয়া (আবু তোরাব) মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক। পীরগঞ্জ উপজেলার ওয়াজেদ মিয়া সেতুর নামকরণ করা হয়েছে কাচদাহ সেতু, পটুয়াখালীর শেখ কামাল সেতুর নামকরণ করা হয়েছে আন্দর মানিক সেতু, পটুয়াখালীর শেখ জামাল সেতুর নামকরণ করা হয়েছে সোনাতলা সেতু।
এছাড়া শেখ রাসেল সেতুর নামকরণ করা হয়েছে খাপড়াভাঙ্গা সেতু, পিরোজপুরের শহীদ শেখ ফজলুল হক মনি সেতুর নামকরণ করা হয়েছে ইন্দুরকানি সেতু।
পিরোজপুরের বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নামকরণ করা হয়েছে বেকুটিয়া সেতু, নারায়ণগঞ্জের সুলতানা কামাল সেতুর নামকরণ করা হয়েছে ডেমরা সেতু এবং বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর নামকরণ করা হয়েছে দপদপিয়া সেতু।