অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট, বুধবার সকালের মধ্যে হল ত্যাগের নির্দেশ
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)। সেইসঙ্গে, বুধবার সকাল দশটার মধ্যে শিক্ষার্থীদেরকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জরুরিভিত্তিতে ডাকা সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে, গত ১৯শে ফেব্রুয়ারির সিন্ডিকেটের সভায় ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।
কিন্তু আন্দোলন চলতে থাকায় মঙ্গল অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা করা হলো।
ক্যাম্পাসে ছাত্ররাজনীতিকে কেন্দ্র করে গত ১৮ই ফেব্রুয়ারি কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সংঘর্ষ হয়।
এ ঘটনার পর থেকে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, হামলায় জড়িত ব্যক্তিদের বিচার এবং উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছে একদল শিক্ষার্থী।
দাবি আদায়ে তারা ঢাকায় এসে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিও দিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থী।