প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাইয়ে আহত ব্যক্তিদের অবস্থান
জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের অনেকেই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। বুধবার বেলা ১২টা থেকে কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করছেন তারা।
অবস্থান নেওয়া ব্যক্তিদের দাবি, সরকার আহতদের সুযোগ দেয়ার জন্য যে ক্যাটাগরি করেছে তাতে তারা যে ‘সি’ ক্যাটাগরিতে পড়েছেন এতে কোনো সুযোগ-সুবিধা নেই।
'এ ও বি' দুটি ক্যাটাগরি রাখতে হবে বলে দাবি করছেন তারা। একইসাথে সাত মাসেও সরকার আহতদের তালিকা প্রকাশ করতে না পারায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোবারক হোসেন সংবাদমাধ্যমকে অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এখনও তারা সেখানে আছে। তারা ‘সি’ ক্যাটাগরির আহত ব্যক্তি। তাদের দাবি এই ক্যাটাগরিতে কোনো সুযোগ সুবিধা নেই। তাদেরকে ‘এ’ অথবা ‘বি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে ওই ক্যাটাগরির সুযোগ-সুবিধাও তারা পায়।’
মোবারক হোসেন জানান, তাদের সেখান থেকে সরে যাওয়ার জন্য বোঝানো হয়েছে। তবে এখনও তারা সেখানেই আছেন।
এর আগে, অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে। ওই ঘোষণায় আহতদের জন্য তিনটি ক্যাটাগরি এ, বি, সি করে বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে।