পণ্যবোঝাই জাহাজকে ৭২ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগের নির্দেশ

রমজান মাসে নিত্যপণ্যের সাপ্লাই চেইন ও বাজারে মূল্য ঠিক রাখতে পণ্যবোঝাই লাইটার জাহাজ ৭২ ঘণ্টার মধ্যে বন্দর সীমা ত্যাগ করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে মাদার ভেসেল হতে লাইটার জাহাজে পণ্যবোঝাই করার পর লাইটার জাহাজসমূহ যৌক্তিক কোনো কারণ ছাড়াই পোর্ট লিমিটের মধ্যে বিভিন্ন জায়গায় দিনের পর দিন অবস্থান করছে। যা পণ্য সরবরাহ ব্যবস্থায় এবং সাধারণ জনগণের উপর বিরূপ প্রভাব ফেলে। একই সঙ্গে বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোক্তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এভাবে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধির অপচেষ্টা রাষ্ট্র এবং জনস্বার্থ বিরোধী।

তিনি আরও বলেন, সীমিত এলাকায় এত অধিক সংখ্যক লাইটারের অবস্থানের কারণে নিরাপত্তা ব্যাহত হওয়ার পাশাপাশি সাপ্লাই চেইনও বিঘ্নিত হয়। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরবচ্ছিন্ন চলাচলের জন্য পোর্ট লিমিট সবসময় প্রতিবন্ধকতা মুক্ত রাখা জরুরি।

লাইটার জাহাজগুলোর বন্দর সীমানায় এরূপ অনিরাপদ অবস্থান চট্টগ্রাম বন্দর আইন এবং আইএসপিএস কোডের সুস্পষ্ট লঙ্ঘন।

বন্দর চেয়ারম্যান জানান, পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ সব পণ্যের সাপ্লাই চেইন নিরবিচ্ছিন্ন রাখা, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নিরবচ্ছিন্ন ও নিরাপদ নৌ চলাচলের স্বার্থে মালামাল লোড করার পর লাইটার জাহাজগুলোকে ৭২ ঘন্টার মধ্যে পোর্ট লিমিট ত্যাগ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, চট্টগ্রাম বন্দর আইন এবং আইএসপিএস কোড অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।