পুলিশ সুপার হলেন ১০২ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের ১০২ জনকে সহকারী পুলিশ সুপারকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
সেখানে বলা হয়, ‘জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।