মোরাল পুলিশিংয়ের সুযোগ নেই : রিজওয়ানা হাসান
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সরকার মব জাস্টিস ও মোরাল পুলিশিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, ‘দেশে মব জাস্টিস ও মোরাল পুলিশিংয়ের সুযোগ নেই। এটার বিরুদ্ধে সরকার সবসময় শক্ত অবস্থানে আছে। যেহেতু এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থায় আমরা ফেরত আনতে পারিনি, আসেনি। সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় মব জাস্টিস এবং মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটেছে। সরকারের অবস্থান স্পষ্ট, এটার সুযোগ নেই।’
গত শনিবার ঢাকার লালমাটিয়ায় চায়ের দোকানে দুই তরুণীর ধূমপান করা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে যায়, যা নিয়ে এখনো আলোচনা চলছে।
ওই ঘটনা নিয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘ওই ঘটনা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এটার ব্যাপারে উভয় পক্ষ পুলিশের সামনে আপসনামায় স্বাক্ষর করেছে, তাই ওটাকে চূড়ান্ত বলে গণ্য করতে হচ্ছে। নারীর প্রতি সহিংসতা সরকার সমর্থন করে না।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই ঘটনায় উভয়পক্ষই মনে করছে কথা কাটাকাটির একটা পর্যায়ে ঘটেছে। এটাকে তারা অপরাধ হিসেবে নিচ্ছে না। উভয়পক্ষ মীমাংসা করে নিয়েছেন। আর এগোতে চাচ্ছে না।’
‘মব জাস্টিসের’ প্রবণতা ঠেকানো যাচ্ছে না কেন– এমন প্রশ্নে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এটা বন্ধে ব্যাপক প্রচার ও সচেতনতা তৈরি করতে হবে। অতীতে দলীয় সরকারের সময়ও মব জাস্টিস ও মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটত। আইনশৃঙ্খলা বাহিনী যখন পূর্ণ উদ্যমে নেমে যাবে, তখন এ সমস্যাটার মাত্রা কমে আসবে। কেউ মব জাস্টিসের মুখোমুখি হলে সরকার তার পাশে দাঁড়াবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে আসবে।’
তিনি বলেন, ‘দেশে শান্তি-শৃঙ্খলার উত্তরণে আরেকটু সময় লেগে যাচ্ছে। কোন ঘটনা কোন কারণে ঘটছে সেটার ব্যাখ্যা অনেক রকমের থাকে। কিন্তু যে ঘটনার সত্যতা পাচ্ছে, সেটা সরকার তুলে ধরছে। স্বৈরাচারের দোসরেরা কীভাবে পালিয়ে গেল, দেশ ছাড়ল, সেটা নিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।’