মুক্তিযুদ্ধ জাদুঘরের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর শেলেবাংলা নগরের মুক্তিযোদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১০ মার্চ) সকাল ৯টায় এই আগুন লাগে। এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের (এফএসসিডি) মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এমন তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ৯টা ২০ মিনিটের মধ্যে সেখানে তাদের দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৯টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুন পুরোপুরি নিভেছে আরও ১৫ মিনিট পরে।
ভবনের নিচ তলায় জেনোরেটর কক্ষে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন অন্যকোথাও ছড়িয়ে পড়েনি কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।