ইউনূসের হাতে জনগণের হাত—‘ঈদ মোবারক স্যার’
প্রায় দেড় যুগ পর জাতীয় ঈদগাহ মাঠে সরকারপ্রধান হিসেবে ঈদের জামাতে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘ সময় পর ঈদের জামাতে সরকারপ্রধানকে কাছে পেয়ে মানুষের মধ্যেও ছিল উচ্ছ্বাস, তাতে সাড়াও দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
ঈদের নামাজ শেষে মোনাজাতের পর উৎসুক মানুষের সঙ্গে হাত হাত মেলাতে জাতীয় ঈদগাহ থেকে বিদায় নেন অন্তর্বর্তী সরকারের প্রধান। ড. ইউনূস যখন মানুষের বাড়িয়ে দেওয়া হাত স্পর্শ করতে ব্যস্ত তখন অনেকেই বলছিলেন, ‘ঈদ মোবারক স্যার’।
সোমবার (৩১ মার্চ) রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়।
এর আগে সবার উদ্দেশে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে।’ তিনি দেশের সব জায়গায় ঈদের জামাতে যারা শরিক হয়েছেন ও নারী-প্রবাসী শ্রমিকসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে স্থায়ীভাবে সেই ঐক্য গড়ে তুলতে চাই।’ সেই সঙ্গে একটি ঐক্যবদ্ধ জাতি ও বাধা সত্ত্বেও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা করেন তিনি।
এ সময় জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।