চট্টগ্রামে বাস-মিনিবাস সংঘর্ষে নিহত ১০

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচ জন পুরুষ, তিন জন নারী ও দুইটি শিশু।

বুধবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার চট্টগাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়ায় ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় ৭ জন।

পরে আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেলে দুই জন ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সকালে মহাসড়কে বাস-মিনিবাস সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে।’