কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন (মামা-ভাগ্নে) নিহত হয়েছেন। এ ছাড়াও দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) দিবাগত রাতে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়ার আসাদুল ইসলাম মোল্লার ছেলে রাহাত ইসলাম পলাশ (৩০) এবং ফাহিম অনিক (২৩)। তার সম্পর্কে মামা-ভাগ্নে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘রাহাত ও ফাহিম মোটরসাইকেল নিয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে উঠে চৌড়হাসের দিকে যাচ্ছিলেন। এ সময় মজমপুর গেটের দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মামা-ভাগ্নে ঘটনাস্থলেই নিহত হন।’
‘আহত তানভীর গণি (২৩) ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’