মার্কিন শুল্কারোপ নিয়ে জরুরি সভা ডেকেছেন ড. ইউনূস

ফাইল ছবি

মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জরুরি সভা আহ্বান করেছেন।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং কর্মকর্তারা এই সভায় যোগ দেবেন।