ঈদের ছুটি শেষে ফের কর্মমুখর রাজধানী

ঈদের ছুটি শেষে ফের কর্মমুখর রাজধানী

টানা নয় দিনের ছুটি শেষ করে কাজে যোগদান করেছেন ঈদুল ফিতরে রাজধানী ছেড়ে যাওয়া কর্মজীবীরা। আগের মতো তারা ব্যস্ত হয়ে পড়েছেন নিয়মিত কাজে। আজ রোববার (০৬ এপ্রিল) থেকে আগের সময়সূচিতে শুরু হয়েছে সব সরকারি-বেসরকারি অফিস। 

সরেজমিনে দেখো গেছে, সব সরকারি অফিস-ব্যাংক-আদালত আগের মতো নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। রোজার আগের সূচিতেই ফিরেছে সব অফিস। অর্থাৎ সকাল ৯টা থেকে ৫ পর্যন্ত চলবে দাফতরিক কাজ। 

ঈদের ছুটির পর বন্ধ থাকা টিসিবির স্বল্পমূল্যে পণ্য বিক্রির কার্যক্রমও আজ রোববার থেকে চালু হবে।

এদিকে ছুটির পর প্রথম অফিস ধরতে অনেকে শেষ মুহূর্তে আজ বাস, ট্রেন ও লঞ্চে রাজধানীতে প্রবেশ করছেেন। এদিন কোথাও কোথাও বাসভাড়া শতভাগ বাড়ানোর অভিযোগ পাওয়া যায়। উত্তরের দুটি ট্রেন গতকালও বিলম্ব ছেড়েছে। লঞ্চে উঠেছেন অতিরিক্ত যাত্রী।

দূরপাল্লার বাসের জন্য বিভিন্ন স্টপেজে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। লোকাল বাসেও যাত্রীদের বেশ ভিড় ছিল। এ ছাড়া সড়কে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলেরও চাপ দেখা গেছে। গাড়িতে আসন খালি না পেয়ে অনেক যাত্রীকে দাঁড়িয়ে ভ্রমণ করতে দেখা যায়।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসীন বলেছেন, আমাদের ভ্রাম্যমাণ আদালত সারা দেশে কাজ করছে। বাসে বিআরটিএর নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ছুটির শেষ দিন ছিল গতকাল। ফলে সারা দেশে থেকে উৎসবের আমেজ নিয়ে গতকাল থেকেই কর্মস্থলে ফিরতে থাকেন বিপুল সংখ্যক মানুষ। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল এলাকায় সকাল থেকে যাত্রী নিয়ে আসে দূরপাল্লার বাস। খুলনা ফেরা কবির হোসেন যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড থেকে ঢাকা মেইলকে বলেন, আজ অফিসের প্রথম দিন। সহকর্মীরা আজ তাদের গ্রাম থেকে ঢাকায় আসছেন। ছুটি শেষে প্রথম দিনের অফিসে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। এটা মিস না করতে সময় মতো চলে এসেছি। 

সায়েদবাদ বাস টার্মিনালের অপর এক যাত্রী বলেন, ঈদের ছুটি শেষ হয়েছে। তাই আমার কর্মজীবনও শুরু। এ জন্য ঢাকায় চলে এসেছি।

এবারের ঈদযাত্রায় বাংলাদেশ রেলওয়ের বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ে ছাড়তে পেরেছে। গতকাল প্রায় সব ট্রেনই নির্ধারিত সময়ে কমলাপুর রেলস্টেশনে পৌঁছেছে। যাত্রীরা স্বস্তিতে ট্রেনে কমলাপুর এসেছে। তবে উত্তরের দুটি ট্রেন নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছাতে পারেনি।

শনিবার বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৩ ঘণ্টা বিলম্বে এবং রংপুর এক্সপ্রেস ১ ঘণ্টা বিলম্বে ছেড়েছে। আগের দিন শুক্রবার বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ২ ঘণ্টা বিলম্বে এবং রংপুর এক্সপ্রেস ১ ঘণ্টা বিলম্বে ছেড়েছিল।

তবে রাজধানীতে প্রবেশের অন্যতম কেন্দ্র সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণ অঞ্চলের প্রায় সবগুলো লঞ্চ যথাসময়ে পৌঁছেছে। 

এর আগে ঈদের আগে ২৭ মার্চ বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি দিয়ে শুরু হয় টানা নয় দিনের সরকারি ছুটি। এর মধ্যে ৩১ মার্চ সোমবার দেশে ঈদুল ফিতর উদযাপন হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ মার্চ সাধারণ ছুটি। ঈদের আগের দিন ৩০ মার্চ ও ঈদের পরের দিন ১ ও ২ এপ্রিলও ছুটি ছিল। ৩ এপ্রিল ছুটি হয় নির্বাহী আদেশে। সবমিলিয়ে এবার ঈদের ছুটি হয় পাঁচ দিন। আর দুই দফায় শুক্র ও শনিবার মিলিয়ে আরও চার দিন ছুটি যোগ হয়। সব মিলিয়ে মোট নয় দিন ছুটি কাটানোর সুযোগ পান সরকারি-বেসরকারি চাকরিজীবীরা।

এদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গতকাল জানায়, এবার ঈদের ছুটির সাত দিনে ঢাকায় প্রবেশ করেছে ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ জন সিমধারী, অন্যদিকে ঢাকা ছেড়েছে ১ কোটি ৭২ লাখ ৯ হাজার ১৫৫ জন সিমধারী।