সংরক্ষিত নারী আসন ৩০০, মোট আসন ৬০০ করার প্রস্তাব
জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রতিনিধিদের সংখ্যা বাড়াতে সংসদীয় আসন ৬০০-তে উন্নীত করার প্রস্তাব দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন।
আজ শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া প্রতিবেদনে এ প্রস্তাব করে কমিশন।
সংসদীয় আসনের বিষয়ে বলা হয়েছে, সংসদ নির্বাচনে নারী প্রতিনিধির সংখ্যা বাড়াতে সংসদীয় আসন সংখ্যা ৬০০-তে উন্নীত করা, যেখানে প্রতিটি নির্বাচনি এলাকায় একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সরাসরি নির্বাচিত সংরক্ষিত আসন থাকবে।
কমিশনের প্রধান শিরীন পারভীন হকের নেতৃত্বাধীন সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদনটি তুলে দেন।
পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ প্রতিবেদন নিয়ে গণমাধ্যমকে অবহিত করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
উল্লেখ্য, গত বছরের ১৮ নভেম্বর মানবাধিকারকর্মী ও নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভীন হককে প্রধান করে অন্তর্বর্তী সরকার ১০ সদস্যের নারীবিষয়ক সংস্কার কমিশন গঠন করে।