শেখ হাসিনাসহ ১২ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের রেড নোটিশ জারির আবেদন জানিয়ে ইন্টারপোলে চিঠি দিয়েছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) এনামুল হক সাগর বলেছেন, আদালত, প্রসিকিউশন ও তদন্তকারী সংস্থার আহ্বানে, এই আবেদন করা হয়েছে।
তিনি বলেন, তদন্ত চলাকালে বা চলমান মামলার কার্যক্রমের মাধ্যমে উঠে আসা বিভিন্ন অভিযোগের সঙ্গে এই আবেদনের সংযোগ রয়েছে।
তিনি জানান, বিদেশে অবস্থানরত পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করতে ইন্টারপোল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পলাতক কোনো ব্যক্তির অবস্থান নিশ্চিত হওয়ার পর সেই তথ্য ইন্টারপোলের কাছে পাঠানো হয়। রেড নোটিশের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে শেখ হাসিনাসহ পলাতক আসামিদের গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চাইতে পুলিশ সদর দপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।
শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ।