আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছররা গুলিতে আসাদুল ইসলাম (২৮) নামের এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা সীমান্তের ভারত অংশে এ ঘটনা ঘটে।
আসাদুল ইসলাম ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম রাশেদুল ইসলাম জানান, সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়েছিলেন ওই যুবক। পরে টহলরত বিএসএফ সসদস্যরা তাকে লক্ষ করে ছররা গুলি নিক্ষেপ করেন। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন আসাদুল।
বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, ‘ওই যুবক কেনো সীমান্ত অতিক্রম করেছিলেন সেটি জানা যায়নি। তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পাশাপাশি বিএসএফের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।’