আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫৬জন নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল বিরোধী অভিযানে গত সাত দিনে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫৬জন নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ১৯ থেকে ২৫শে এপ্রিল পর্যন্ত মহানগর গোয়েন্দা পুলিশের বিভিন্ন টিম সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে মো. আবেদ আলী শেখ গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া গ্রেপ্তারকৃত মোহাম্মদ জাকির হোসেন সাগর ২০১৫ সালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলার এজাহারভুক্ত আসামি।

অন্যদিকে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক গ্রেপ্তার ইমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়েছে পুলিশের বিবৃতিতে।

ডিএমপির বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ও তৎপরতা বন্ধে এই অভিযান চলমান থাকবে।