অপু বিশ্বাস, নুসরাত ফারিয়াসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যা মামলা
রাজধানীর ভাটারা থানায় চিত্রনায়িকা অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, সুবর্ণা মোস্তফা, আশনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
গেল বছরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ভাটারা থানা এলাকায় সংঘটিত একটি ঘটনায় এ মামলা করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহুরুল ইসলাম।
তিনি বলেন, ‘এনামুল হক নামের এক ব্যক্তি চলতি বছরের মার্চ মাসে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তার সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিসহ প্রায় তিনশত জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।’
আদালতের নির্দেশে মামলাটি মঙ্গলবার (২৯ এপ্রিল) ভাটারা থানায় এজাহার হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।
মামলার অভিযোগপত্র পর্যালোচনা করে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ক্ষমতাসীন দলের অর্থ জোগানদাতা হিসেবে কাজ করার অভিযোগে নুসরাত ফারিয়াসহ আরও ১৬ জন শিল্পীকে অভিযুক্ত করা হয়েছে।
আসামিদের তালিকায় আরও রয়েছেন—চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, নিপুণ আক্তার, সুবর্ণা মোস্তফা, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ আরও অনেকে।
মামলায় অজ্ঞাতনামা আরও তিন থেকে চারশ’ জনকে আসামি করা হয়েছে।