আরো ৪ মামলায় গ্রেপ্তার চিন্ময় দাস
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রামে আরো চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম এস এম আলাউদ্দিন মাহমুদ মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন।
চারটি মামলার মধ্যে একটি নিহত আইনজীবী আলিফের ভাই এবং তিনটি মামলা পুলিশ বাদী হয়ে দায়ের করেছে।
পুলিশের করা মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২৬শে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রামের আদালতে নেওয়া হলে তাকে ছিনিয়ে নেয়ার জন্য তার অনুসারীরা আদালতের এজলাসের ভেতরে ও বাইরে, আদালত প্রাঙ্গণে এবং আশেপাশের এলাকায় পূর্বপরিকল্পিতভাবে অবস্থান নেয়।
বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্রে মারাত্মকভাবে সজ্জিত হয়ে মারধর, জখম, ভাঙচুর, লুটপাট ও ক্ষতিসাধন, ককটেল বিস্ফোরণ এবং সরকারি কাজে বাধা দিয়েছে।
এ ঘটনায় ওইদিন চট্টগ্রামের কোতোয়ালি থানায় মোট পাঁচটি মামলা দায়ের করা হয়। এর আগে গতকাল সোমবার আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গত ৩০শে এপ্রিল চিন্ময় দাসকে জামিন দিয়েছিল হাইকোর্ট। ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে শুনানির জন্য নির্ধারিত রয়েছে।