পাচারের অর্থ উদ্ধারের অগ্রগতি নিয়ে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থপাচার রোধে নেওয়া পদক্ষেপের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করতে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৯ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকটি হয়।

এতে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রমুখ।

ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ উদ্ধারের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, বৈঠকে পাচারের অর্থ উদ্ধারে এখন পর্যন্ত গৃহীত পদক্ষেপ ও সেসবের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়েছে।