সারা দেশে আট জনের শরীরে করোনা শনাক্ত
গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আটজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দেওয়া হয়েছে।
তবে গেল ২৪ ঘণ্টায় এই ভাইরাসটিতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এ সময়ে করোনা শনাক্তের হার তিন দশমিক ৬৭ শতাংশ।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৬১৭ জনের শরীরে এই রোগটি শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে।
দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১৬২ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২২ জনের। করোনায় মৃত্যুর হার প্রতি ১০০ জনে এক দশমিক ৪৪ শতাংশ।