সাবেক সিইসি শামসুল হুদা আর নেই
নবম জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব দেওয়া সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় গুলশানে নিজ বাসভবনে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
শামসুল হুদার মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার শ্যালক আশফাক কাদেরী।
শামসুল হুদা স্ত্রী ও মেয়ে রেখে গেছেন। তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে জানাজা হবে বলে জানান আশফাক কাদেরী।
তিনি জানান, শামসুল হুদার মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে।
ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় সাবেক আমলা এটিএম শামসুল হুদা সিইসির দায়িত্ব নিয়েছিলেন ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি। তিনি কাজ করেছেন ২০১২ সাল পর্যন্ত।
কমিশনার হিসেবে তার সঙ্গী হন মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন।