উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত একজন নিহত হয়েছেন বলে খবর মিলেছে। আহত ৩০ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
সোমবার (২১ জুলাই) ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এমন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওখানে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে। আমাদের দল একজনের লাশ উদ্ধার করেছে। বিমান বাহিনীর লোকজন চারজনকে উদ্ধার করেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, উত্তরার মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয়েছে। এখন সেখানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।
এছাড়াও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন, যাতের উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এক শিক্ষার্থীর মা ইউএনবিকে বলেন, আমি কথা বলার অবস্থায় নেই। আমার ছেলে এখনো ক্যাম্পাসের ভেতরে আছে। সেই এই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। আমি জানি না, সে কেমন আছে এখন।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল সংবাদমাধ্যমকে বলেন, ‘বিমানটি একটি ভবনের ফটকে আছড়ে পড়ে। সেটি অ্যাকাডেমিক ভবন। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল। একের পর এক আহতদের বের করে নিয়ে আসা হচ্ছে।’