সচিবালয়ে পুলিশের লাঠিচার্জে আহত ৭০ শিক্ষার্থী

সচিবালয় এলাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জে ৭০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের অনেকেই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছেন।

ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, দুপুরের পর থেকে শিক্ষার্থীরা আহত অবস্থায় মেডিকেলে আসতে শুরু করেন। এখন পর্যন্ত ৭০ জনের মতো শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কারও অবস্থা গুরুতর না।

মঙ্গলবার(২২ জুলাই) উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের বিচারের দাবি এবং সারাদিন কালক্ষেপণ করে রাত তিনটায় এইচএসসি পরীক্ষা স্থগিতের প্রতিবাদে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে জড়ো হয় হাজার হাজার শিক্ষার্থী। এক পর্যায়ে শিক্ষার্থীরা সচিবালয়ের এক নাম্বার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালালে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

আহতদের একজন লালবাগ মডেল কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, ‘পুলিশ আমাকে বন্ধুকের বাট দিয়ে পিটিয়েছে। হেঁটে হাসপাতালে যাওয়ার অবস্থা নেই আমার।’

ঢাকা কলেজের আরেক আহত শিক্ষার্থী সোহাগ বলেন, ‘আমার পায়ের কাছে টিয়ার শেল পড়েছে। চোখ-মুখ জ্বলছে। পায়ে ভীষণ ব্যথা পেয়েছি।’

সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান করায় দুপুরের পর থেকে সচিবালয়ের দুপাশে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে সচিবালয়ের মূল সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শুরুতে সচিবালয় সড়ক থেকে সরে শিক্ষার্থীরা গুলিস্তান জাতীয় স্টেডিয়াম মার্কেটের সামনে অবস্থান করলেও পুলিশ কয়েক দফা ধাওয়া দিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেন। বর্তমানে এ এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।